চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযানে ৫শ' কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ-২০২৫)ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত মেঘনা নদীর চর উমেদ কাছিকাটা অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর চর উমেদ কাছিকাটা অংশে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট এর সহায়তায় অভিযান পরিচালনা করার সময়ে ট্রলারকে ধাওয়া করে ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহাম্মদ কবীর, সিসি, কোস্টগার্ড। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে । জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।