ঈদগাহ রশিদ আহমদ কলেজের গভর্নিং বডি অনুমোদন

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ১০:০৬ পিএম
ঈদগাহ রশিদ আহমদ কলেজের গভর্নিং বডি অনুমোদন

কক্সবাজারের ঈদগাহ রশিদ আহমদ কলেজের নিয়মিত গভর্নিং বডি অনুমোদিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক ২৫ মার্চ স্বাক্ষরিত পত্রসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামী দুই বছর মেয়াদের জন্য তিনি এ বডি অনুমোদন করেছেন। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সভাপতি হিসেবে অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান (জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক) এবং বিদ্যুৎসাহী সদস্য হিসেবে এডভোকেট মোঃ সলিম উল্লাহ বাহাদুর (কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র এডভোকেট) কে মনোনয়ন দিয়েছেন। প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হয়েছেন তাহামিনা আর চৌধুরী। আর দাতা প্রতিনিধি মনোনীত হয়েছেন মাহবুব উল আনাম। অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক- ঈদগাঁও উপজেলা বিএনপি),  আব্দুস শুক্কুর (বর্তমান সাংগঠনিক সম্পাদক- ঈদগাঁও উপজেলা বিএনপি) ও নুরুল আলম। শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জেবুন্নিছা সায়েরা (সহকারি অধ্যাপক),  আজিজুল হক (প্রভাষক) ও সরওয়ার কামাল (প্রভাষক)। জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন জানান, কলেজ গভর্নিং বডি অনুমোদন সংক্রান্ত একটি পত্র আজ আমার হাতে এসে পৌঁছেছে। উল্লেখ্য, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে এ কলেজটির এডহক গভর্নিং বডি গঠিত হয়েছিল। পরে নিয়মিত গভর্নিং বডি অনুমোদন করা হলো।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে