সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ১২:৫৯ পিএম
সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সোনারগাঁ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচী পালন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। সকালে সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পণ শেষে সোনারগাঁও পৌরসভার ঐতিহাসিক আমিনপুর খেলার মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান শিক্ষার্থীদের সালাম গ্রহন করেন। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার ভূমি কাঁচপুর সার্কেল সাগুফপ্তা রহমান, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁ থানা ছাত্রদল কাঁচপুর এলাকায় আলোচনা সভার আয়োজন করে। সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু। এসময় সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান ভূঁইয়া, সদস্য আতা রাব্বী জুয়েল, থানা ছাত্র দলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে