স্বস্তির ঈদ এনে দিয়েছে ঐক্যবদ্ধ জনতা : মোশারফ হোসেন

এফএনএস (মোঃ ফিরোজ কামাল ফারুক; নন্দীগ্রাম,বগুড়া) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৪:২০ পিএম : | আপডেট: ২ এপ্রিল, ২০২৫, ০৪:২০ পিএম
স্বস্তির ঈদ এনে দিয়েছে ঐক্যবদ্ধ জনতা : মোশারফ হোসেন

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী ফ্যাসিস্টরা ঈদ উৎসবের আনন্দ ধ্বংস করেছিল, জনগণ অস্বস্তিতে ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনে ঈদ উৎসবে গণ-আমেজ জেগেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ডে সকল শ্রেণি-পেশার জনগণের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঈদের দ্বিতীয় দিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, পুরাতন বাজার, ওমরপুর, নামুইটসহ বিভিন্ন বাজারে সাধারণ জনতা এবং বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নেতারা। 

উপস্থিত ছিলেনসঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে