রংপুরের তারাগঞ্জ উপজেলার আওতাধীন হাড়িয়ার কুঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলার ডাংগীরহাট স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ নং হাড়িয়ার কুঠি ইউনিয়ন শাখা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
ইউনিযন বিএনপির সভাপতি মোকছেদুল হক এর সভাপতিত্বে ও ইউনিযন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বাযক এডভোকেট মাকদুম আলম ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব মেহেদী হাসান শিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, তারাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এড. তোবারক হোসেন দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট গোলাম রাসুল বকুল, বদরগঞ্জ পৌর বিএনপির আহনায়ক অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন কাজল, হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ।