কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে কুড়িমারা বাজারে ঈদ সামগ্রী হিসেবে সেমাই,চিনি,নুডুলস,দুধ,আতপ চালের গুড়া,মশলা বিতরণ করা হয়। আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি ও শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক,শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন,ইউপি সদস্য হাবিবুর রহমান রেনু।আরও উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক সংঘ এর সভাপতি মাসুদুর রহমান, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার সদস্য জুনায়েদ হোসেন, সাজ্জাদ হোসেন মাহতাব, মুখলেছুর রহমান, আবুল কালাম, বিল্লাল হোসেন, নাজমুল হক, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান,আল আমিন,মাজহারুল ইসলাম, এনামুলহ রিটনসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, ২০১০ সালে স্থানীয় যুবকদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।