হোসেনপুরে বিনা পয়সার বাজার

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৪:৪৩ পিএম
হোসেনপুরে বিনা পয়সার বাজার

ঈদের নতুন পোশাক দিয়ে সাজানো হয়েছে একটি ভ্রাম্যমাণ দোকান । যেখানে সারি সারি সাজানো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ফ্রগ, কামিজসহ নানান ধরণের পোশাক। শিশুরা যার যার পছন্দ মতো পোশাক নিচ্ছে। অপর পাশে শিশুদের মেহেদি দিয়ে হাত রাঙিয়ে দিচ্ছে আরেকটি দল। এ যেন ঈদের এক ভিন্ন আমেজ। পছন্দসই পোশাক নিতে দিতে হচ্ছে না কোনো টাকা। বৃহস্পতিবার (২৭ মার্চ ) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন হোসেনপুর মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে এই ইভেন্টের আয়োজন করা হয়।এটির আয়োজন করে শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন।

স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত সংগঠন শিশুদের হাসি ফাউন্ডেশনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক  ফরিদ-আল- সোহান অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ফিতা কেটে উদ্বোধনের পর শুরু হয় বিনা পয়সার বেচাকেনা। সহকারী কমিশনার (ভূমি) বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি । আয়োজকরা যে কার্যক্রম করেছে এতে শিশুদের পছন্দের অধিকার নিশ্চিত হয়েছে। এমন কার্যক্রমে অংশগ্রহন করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

বিনা পয়সার বাজারের ক্রেতা রাব্বি (১০) জানায়, কোনো টাকা ছাড়াই আমি নিজের পছন্দনুযায়ী পোশাক কিনতে পেরেছি। শিশুদের হাসি ফাউন্ডেশনের হেড অফ ফাইন্যান্স বিভাগ জুনায়েদ রাব্বি প্রকাশ বলেন, তারা ৬ বছর ধরে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিশুদের পোশাক বিতরণ করছে। কিন্তু যাকে পোশাক দিচ্ছে তার পছন্দনুযায়ী হয়েছে কিনা সেটা তারা বুঝতে পারতো না। বাচ্চাদের পছন্দের অধিকার দিতেই এই ২ বছর ধরে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই বাজার। প্রায়শতাধিক শিশু ঈদের পোশাক পেয়েছে বিনা পয়সার বাজার থেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে