১৩ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৫:৪৭ পিএম
১৩ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩ লিটার চোলাই মদসহ জহির হাওলাদার (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে। আটককৃত জহির মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঘার গ্রামের চোলাই মদ বিক্রেতা খোকন দেওয়ানের ১৩ লিটার চোলাই মদ ভ্যানযোগে মাহিলাড়া নিয়ে আসে জহির। এসময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটককৃত জহিরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে