সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৬ পিএম
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।সোমবার সন্ধ্যায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,কুমিল্লাপাড়া, কুসুমপুর,বাঘাডাংগা ও পলিয়ানপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে আটক করা হয়। তারা অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ছাড়া পৃথক অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় মদ, ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। উদ্ধার মাদক বিজিবির হেফাজতে রক্ষিত থাকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে