কটিয়াদীতে শিশু ধর্ষণ চেষ্টায় গণধোলাই

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৬:৫১ পিএম
কটিয়াদীতে শিশু ধর্ষণ চেষ্টায় গণধোলাই

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৩০) নামে এক মুদি দোকানীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি শুক্রবার দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিরারপাড় এলাকায় ঘটে। হাবিবুর রহমান দক্ষিণ ঝিরারপাড় গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।  

জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি তার মায়ের নিকট থেকে টাকা নিয়ে চকলেট কিনার জন্য বাড়ির সন্নিকটে স্কুলের পাশে মুদি দোকানে যায়। দোকানদার হাবিবুর রহমান শিশুকে একা পেয়ে কৌশলে দোকানের ভিতর নিয়ে শার্টার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার নানী খোঁজ করতে দোকানের দিকে যায়। সেখানে গিয়ে দোকানের শার্টার নামামো দেখে। কিন্তু দোকানের ভিতরে ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। দোকানের পিছনের দরজায় উঁকি দিয়ে দেখে হাবিবুর রহমান তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করছে। শিশুটির নানীর ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। ঘটনা শুনে তার হাত বেঁধে গণধোলায় দিয়ে থানায় খবর দেয়। পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করায়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করে। অভিযুক্ত হাবিবুর রহমানকে শুক্রবার বিকালেই কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে