ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাগর হোসেন (১৯) নামের এক কলেজছাত্র মারা গেছে। শুক্রবার বিকালে উপজেলার আগুনিয়াপাড়া গ্রামের কাঠল তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার অতিন্দপুর গ্রামের কলম মন্ডলের ছেলে সাগর হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিলো। পথে গাড়াগঞ্জ-পান্টি সড়কের আগুনিয়াপাড়া গ্রামের কাঠালতলা নামক স্থানে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর মারা যায়। সাগর হোসেন গাড়াগঞ্জ মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে । এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, দিগনগর ইউনিয়নের আগুনিয়া পাড়ার কাঠলতলা নামক স্থানে আজ বিকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাগর নামের এক যুবক নিহত হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তরন্তর করে দেওয়া হয়েছে।