এই প্রথম অরাজনৈতিক ডিজি হলেন আফজাল হোসেন

এফএনএস : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৩ এএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
এই প্রথম অরাজনৈতিক ডিজি হলেন আফজাল হোসেন

এই প্রথম বাংলাদেশ রেলওয়ের অরাজনৈতিক মহাপরিচালক (ডিজি) হলেন আফজাল হোসেন। গত ২৮ নভেম্বর তাঁকে চলতি দায়িত্ব দিয়ে এক আদেশ জারি করেন রেলপথ মন্ত্রণালয়। ২০০৯ সাল থেকে রেলওয়ের যারা মহাপরিচালক পদে আসিন হয়েছিলেন তাদের প্রায়ই রাজনৈতিক দলের ছত্রছাঁয়ায়। অরাজনৈতিক অন্তবর্তী সরকার সংস্কারের অংশ হিসেবে তদবির ছাড়া এই প্রথম ডিজি পদে নিয়োগ পেলেন পদ্মাসেতু প্রকল্পের পরিচালক(পিডি)। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান যাচাই-বাছাই করে দায়িত্বশীল কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে মহাপরিচালক নিয়োগ দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। উপদেষ্টার দপ্তরের বরাদ দিয়ে জানা যায় বর্তমান সরকার ক্ষমতা গ্রহন করে সকল প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম শুরু করেন। তার মধ্যে রেলপথ মন্ত্রণালয় একটি। গত ২৮ নভেম্বরের আদেশে উল্লেখ করা হয় আগামী ৮ ডিসেম্বর থেকে প্রজ্ঞাপন কার্যকর হবে। 


২০০৯ সালের ৬ জানুয়ারী আওয়ামী সরকার পার্লামেন্ট গঠনের পর যোগাযোগ মন্ত্রণালয়কে দ্বিখণ্ডিত করে পৃথক মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নেন। ২০১১ সালে যোগাযোগ মন্ত্রণালয়কে দ্বিখণ্ড করে নামকরণ করা হয় রেলপথ মন্ত্রণালয়। একই বছরে ওই মন্ত্রণালয়ের ৫ ডিসেম্বর সুঞ্জিত সেনগুপ্তকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তিনি ২০১২ সালের ১৫ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) ছিলেন আবু তাহের।  ২০১১ সালের ২৮ নভেম্বর থেকে ১৬ এপ্রিল ২০১২ পর্যন্ত দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন সুঞ্জিত সেনগুপ্ত। 

এরপর ২০১২ সালের এপ্রিল থেকে ১৫ সেপ্টেম্বর অথাৎ ৫ মাসের জন্য মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের। তাদের শাসনামলে অথাৎ ২০১১সালের ২৩ জুন থেকে ২০১৪ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত মহাপরিচালক পদে ছিলেন আবু তাহের। মুজিবুল হক ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর নতুন মন্ত্রীর আসনে অধিষ্ঠিত হন। তিনি দায়িত্ব গ্রহনের তিন মাস পর ২০১৪ সালের ২০ জানুয়ারি মহাপরিচালক পদে মো,তাফাজ্জল হোসেনকে নিয়োগ দেন। 


২০১৪ সালের নির্বাচনের পর ১২ জানুয়ারী দ্বিতীয় বারের মতো রেলমন্ত্রীর দায়িত্ব পান মুজিবুল। তখন রেলের ডিজির দায়িত্বে ছিলেন তাফাজ্জল হোসেন। তাঁকে ১বছরের জন্য নিয়োগ দেন সাবেক রেলমন্ত্রী মুজিবল হক। তাফাজ্জল হোসেন ২০১৫ সালের ১ জানুয়ারি অবসরে যান। এরপর ২০১৫ সালের পহেলা জানুয়ারী হতে ২০১৮ সালের  ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মহাপরিচালক ছিলেন মো,আমজাদ হোসেন পিইঞ্জঃ। তিনিও চাকরির বয়সসীমা শেষে অবসরে যান। মহাপরিচালক আমজাদ হোসেনের পর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৪ জুলাই পর্যন্ত মহাপরিচালক (ডিজি) ছিলেন কাজী মো,রফিকুল ইসলাম। তিনি ৭ জানুয়ারী পর্যন্ত মন্ত্রীর দায়িত্বেছিলেন। এরপর ২০১৯সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় আওয়ামীলীগ। সরকার গঠনের পর ৮ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেন মো,নুরুল ইসলাম সূজন। তার সময় নতুন মহাপরিচালক(ডিজি)'র দায়িত্ব গ্রহন করেন মো,শামসুজ্জামান। তিনি ২০১৯ সালের ৪ জুলাই থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি ডিজির দায়িত্বে ছিলেন। ২০২১ থেকে ২২ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত মহাপরিচালক ছিলেন ডি এন মজুমদার। ২০২২ থেকে ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত মহাপরিচালক (ডিজি) ছিলেন মো,কামরুল আহসান। তিনি অবসরে যাওয়ার পর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সূজন সরদার সাহাদত আলীকে চলতি দায়িত্ব দিয়ে ২০২৪ সালের ১৩ মার্চ মহাপরিচালক নিযুক্ত করেন। চলতি মাসের ৮ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা রয়েছে। ৯ ডিসেম্বর থেকে ডিজির দায়িত্ব গ্রহন করার কথা আছে  পদ্মাসেতু প্রকল্পের পরিচালক মো,আফজাল হোসেনের। 

গত ৬ আগস্ট আওয়ামী সরকার পতনের পর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহন করেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। তিনি ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট ৭দিন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। একই বছরের ১৬ আগস্ট  রেলপথ মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার পদ গ্রহন করেন মো.ফাওজুল কবির খান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে