কুষ্টিয়ার ভেড়ামারায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাসষ্টান্ড সংলগ্ন বিএনপির দলীয় কায্যালয়ে এই কম্বল বিতরন করা হয়। ব্যাংকের ফাষ্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভেড়ামারা শাখার ম্যানেজার আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। ব্যাংকের সহকারী ম্যানেজার খন্দকার এজাজুল আলম’র সার্বিক তত্বাবধায়নে কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু মোহাম্মদ নুরীউদ্দীন নূরু, শফিকুল ইসলাম বিশু প্রমুখ।