ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভা ডাকলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ বৈঠকে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সাত কলেজ নিয়ে সাম্প্রতিক নানা সমস্যা ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
সাত কলেজের অধিভুক্তির পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছে। ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, শিক্ষা কার্যক্রমের সমন্বয়হীনতা এবং প্রশাসনিক নানা জটিলতা নিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যে একাধিকবার আন্দোলন করেছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার এই জরুরি সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।