বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০২:১৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নগরীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ওয়াহিদ ইসলাম ওহী (১৪) নামের এক কিশোর ক্রিকেটার নিহত হয়েছে। নিহত ওয়াহিদ ওহী নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মো. হাসানের ছেলে। সে নগরীর ব্যাপটিস্ট মিশন বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়ার ছিলো। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার মা মাকসুদা বেগম। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে মঙ্গলবার বিকেলে নগরীর লঞ্চঘাট থেকে সাগরদীর উদ্দেশে পণ্যবাহী একটি ট্রাক যাওয়ার সময় শেবাচিম হাসপাতালের গেট অতিক্রমকালে কিশোর ওহীর বাইসাইকেলের হাতল ট্রাকের পেছনের চাকায় লেগে পরে যায়। ট্রাকে থাকা লোকজন কিশোরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে (ওহী) মৃত্যুবরণ করেন। নিহত কিশোরের সহপাঠী ফাহিম ও জোবায়ের জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন শেষে বাইসাইকেলে করে ওহী বাসায় ফিরছিলো। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে