চট্টগ্রামে ঈদে তিন স্তরের নিরাপত্তা থাকবে

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ পিএম
চট্টগ্রামে ঈদে তিন স্তরের নিরাপত্তা থাকবে

এবার ঈদে একটানা  ছুটিতে চট্টগ্রাম মহানগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ঈদের ছুটিতে ফাঁকা থাকবে চট্টগ্রাম নগরী। আর ওই সময়ে সক্রিয় হতে পারে অপরাধী চক্র। তাই ফাঁকা বাসা ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় সিএমপি বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা ও উদ্যোগ নিয়েছে। রোজার সময়কালের মতো ঈদের ছুটিতেও নগরীকে অপরাধমুক্ত রাখার জন্য সিএমপি সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারাও। 

একাধিক সূত্রে জানা গেছে, ঈদের লম্বা ছুটি শুরু হচ্ছে আজ থেকে। টানা নয়দিনের ছুটিতে শহরের  লাখো মানুষ গ্রামে ঈদ করতে চলে যাবে। শহরের অধিকাংশ বাসা-বাড়ি, অফিস এবং দোকানপাটগুলো জনশূন্য হয়ে যাবে। মানুষ না থাকার সুযোগ নিয়ে অপরাধীরা চুরি ও লুটপাটের ঘটনার সুযোগ নিতে পারে। তাই এবারকার ঈদের ছুটিতে এই ধরনের অপরাধ ঠেকাতে নিশ্ছিদ্র নিরাপত্তার ছক তৈরি করেছে পুলিশ। নগর পুলিশ শহরের রাজপথ থেকে শুরু করে অলিগলি এবং আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। বিশেষ করে জনগুরুত্বপূর্ণ ভবন, রাষ্ট্রীয় সম্পত্তি, ঈদগাহ মাঠ, বিপণিবিতান, মার্কেট, ব্যাংক, এটিএম বুথ এবং বাসাবাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এজন্য সাদা পোশাকেও বাড়তি পুলিশ মোতায়ন করা হবে। সিএমপি কর্তৃপক্ষ নগরীর প্রতিটি থানা এলাকাকে এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক এবং এটিএম বুথগুলোর তালিকা সংগ্রহ করা হয়েছে। একইসাথে এটিএম বুথে দায়িত্বরতদের নাম ও ফোন নম্বরও সংগ্রহ করেছে পুলিশ। এসব কর্মকর্তাদের কাছে থানা পুলিশের ফোন নম্বর সরবরাহের পাশাপাশি ট্রিপল নাইনে ফোন করার ব্যাপারটিও স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন,  ঈদের ছুটিতে নগরী ফাঁকা হয়ে যাবে। হাজার হাজার মানুষ ঈদ করতে বাড়ি চলে যাবেন। কিন্তু পুলিশ নগরীতে থাকবে। এজন্য নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আমরা একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। ওই প্ল্যান শহরের  সবগুলো থানাকে জানিয়ে দেয়া হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। আশাকরি নগরীর নিরাপত্তায় কোন ঘাটতি হবে না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে