আশাশুনিতে চাঁদার টাকা না পেয়ে মারধর, আহত ২

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৭:১৩ পিএম
আশাশুনিতে চাঁদার টাকা না পেয়ে মারধর, আহত ২

আশাশুনিতে দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় বাড়িতে ঢ়ুকে পুরুষদের না পেয়ে মহিলাদের মারপিট করে জখম ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 

উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের এরশাদ আলী সরদারের স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে দায়েরকৃত অভিযোগে জানাগেছে, বাদীর জামাই শাহিন সানা বসতবাড়ি সংলগ্ন আড়াই বিঘা জমি ডিড নিয়ে মৎস্য চাষ করোছে আসছেন। বিবাদী একই গ্রামের মৃত নছিমুদ্দীন সানার ছেলে নূর বখত, মৃত জহির উদ্দীন সানার ছেলে বক্স, মৃত আনার সানার ছেলে কাশেম ও নূর বখতের স্ত্রী আয়শা অজ্ঞাতনামা ৪/৫ জনের সহায়তায় বাদীর জামাতার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। টাকা না পেয়ে মৎস্য ঘের পরিচালনায় বাধা সৃষ্টি করাসহ হুমকী ধামকী দিতে ছিল। গত ১১ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে বিবাদীসহ অজ্ঞাতনামারা লাঠি, লোহার রড, শাবল হাতে নিয়ে মৎস্য ঘের সংলগ্ন বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে শাহিনকে না পেয়ে তার স্ত্রী রুমি সুলতানা ও বাদীর বেয়াইন শাহানারা খাতুনের কাছে দাবীকৃত টাকা চায় এবং জমিতে ঘের করতে গেলে চাঁদা দিতে হবে, নতুবা শাহিনকে দুনিয়া থেকে সরিয়ে দেবার হুমকী দেয়া হয়। প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয়ে মারপিট করে নিলাফোলা জখম করে। পায়ের জুতা খুলে পিটান, চুল ধরে টানাটানি, লাথি মেরে জখম ও শ্লীলতাহানি করা হয়। কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়া হয়। স্বাক্ষীরা ঘটনাস্থলে পৌছলে আক্রমনকারীরা জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে