খুলনায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৭:২৬ পিএম
খুলনায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা

খুলনা আত্মগোপনে থাকা খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।‌ তিনি বড় শাহীন নামে এলাকায় পরিচিত।  শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। শাহীনের বিরুদ্ধে খুলনা নগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর নিরালাস্থ হাজীবাড়ি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢ়ুকে সশস্ত্র সন্ত্রাসীরা মুস্তাকিম বিল্লাহ লনি নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, ‘রাতে সন্ত্রাসীরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।’

তিনি আরও জানান, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, শ‌নিবার রাত সাড়ে ৯ টার দি‌কে নগরীর আমতলা শেরে এ বাংলা রোডস্থ হাজীবা‌ড়ির সামনে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে  ব্যবসায়ী লনিকে কুপিয়ে জখম করা হয়। ‍গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি সানোয়ার হোসাইন মাসুম জানিয়েছেন, ওই ব্যবসায়ীর কাছে একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবি  করে। কিন্তু তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তার উপর হামলা চালানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে