সাতক্ষীরার কলারোয়ার জয়নগরে জমি নিয়ে বিরোধ,আদালতে মামলা চলাকালে নিরাপত্তাহিনতায় ভুগছে কৃষি পরিবারের ৭ সদস্য। ঘটনাটি ঘটেছে-উপজেলার জয়নগর গ্রামে। রোববার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক অশোক, প্রশান্ত, সুকুমার,স্বপন, সবুজ, সোনাতন, রতন কর্মকার জানান-তার পিতার ক্রয়কৃত ২একর২২শতক জমিতে দীর্ঘ ৪০ বছর ধরে বসত ঘরবাড়ি করে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার প্রতিবেশি সুভাষ চন্দ্র, মহাদেব মন্ডল, নিমাই চন্দ্র পাল, সন্তোষ পরামানিক, কৃষ্ণপদ রায়, কাশেম আলী, শ্রীমতি সন্ধ্যা রাণী, স্বপন কুমার, আক্তারুজ্জামান, মনিরুজ্জামান, আছাদুজ্জামান, সীতারাম মন্ডল, নারায়ন চন্দ্র মন্ডল ওই জমি তাদের দাবি করে জবরদখল করার চেষ্টা করে। এঘটনায় ওই জমি নিয়ে বাংলাদেশ সুপ্রীমকোটে একটি মামলা হয়। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। কৃষক স্বপন কর্মকার আরো বলেন-দীর্ঘ ৪০ বছর ধরে তার পিতার ক্রয়কৃত জমিতে বসত ঘরবাড়ি, গাছ গাছালি লাগিয়ে বসবাস করে আসছে। প্রতিপক্ষরা জাল দলিলের মাধ্যমে ওই জমি তাদের বলে দাবি করে হয়রানি করে আসছে। তিনি এঘটনায় ন্যায় বিচার দাবী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।