কয়রায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৭:২৮ পিএম
কয়রায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা সদর ইউনিয়নের ৮নং ওর্য়াড শাখার আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৬ মার্চ) বিকাল ৫ টায় ৫নং কয়রা হাওলাদার বাড়ি জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৮নং ওর্য়াড জামায়াতের সভাপতি মোঃ ইউনুছ আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোমিনুর রহমানের পরিচালনা এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসাইন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান ও শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিকী। এতে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা রোকনুজ্জামান, মাওলানা মাহফুজুর রহমান, সরদার নাজমুছ সাদাত, মোঃ শাহিন শেখ, গোলাম রব্বানী প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মোমিনুর রহমান। ইফতার মাহফিলে জামায়াতে নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর ধর্মপ্রান মুসলমানরা অংশ গ্রহন করেন ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে