আশাশুনিতে শর্ট সার্কিটে আসবাবপত্র ও দলিলপত্র পুড়ে ছাই

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৭:০৯ পিএম
আশাশুনিতে শর্ট সার্কিটে আসবাবপত্র ও দলিলপত্র পুড়ে ছাই

আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুরে বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে আলহাজ্ব জামাল উদ্দিনের ছেলে শহিদুল ইসলামের বসতঘরে এ ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে আমার বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে বসত ঘরে হঠাৎ আগুন লাগে। পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। ধোঁয়া উঠছে দেখে ঘরের ভেতরে পৌঁছানোর আগেই লেদারের মধ্যে থাকা আমার ও স্ত্রী সুফিয়া বেগমের নামীয় দুটি মূল পাসপোর্ট বই, জাতীয় পরিচয় পত্রের কার্ড, আমার ছোট ছেলে সোয়েব এর জাতীয় পরিচয় পত্র, জমির দলিল ও আনুষঙ্গিক কাগজপত্র, ৩য় ছেলে রবিউল ইসলামের এসএসসি, এইচ এস সি ও অনার্স পরীক্ষার সার্টিফিকেট, কম্পিউটার ট্রেনিং ও গাড়ীর ড্রাইভিং সার্টিফিকেট, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার একটি চেক বই, এসিসিএফ ব্যাংকে ফিক্স ডিপোজিট এর ব্লক সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা এসে বসত ঘরের আগুন নিভিয়ে দেওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে