ইসলামপুর হাসপাতালের রোগীদের মাঝে ইফতার বিতরণ

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:৫০ পিএম : | আপডেট: ২৩ মার্চ, ২০২৫, ০৭:৫০ পিএম
ইসলামপুর হাসপাতালের রোগীদের মাঝে ইফতার বিতরণ

জামালপুরের ইসলামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (২৩মার্চ) ইসলামপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টারের আয়োজনে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন।

বিশিষ্ট নাট্যকার,পরিচালক,শিক্ষক সৈয়দ মাসুদ রাজা, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য মাসুদুল হাসান জনি, পার্থশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাবু, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিঠুন মিয়া, 

এ সময় বিপুল মাস্টার বলেন, হাসপাতাল আমাদের জাতীয় সম্পদ, এর মালিক সরাসরি রাষ্ট্র ও তার জনগণ। তাই আমি আশা করি এখানে আমরা যারা চিকিৎসা নিতে আসি সবাই যেন সুচিকিৎসা পাই। আমি সম্মানিত ডাক্তার নার্সসহ আপনারা যারা সেবায় নিয়োজিত আপনাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা আমাদের অসুস্থ ভাই বোনদের সাথে মানবিক আচরণ করবেন। হাসপাতালের রোগীদের খাবারের মান অবশ্যই যেন ভালো হয় এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে