গাবতলীতে ছাত্রলীগনেতা গ্রেপ্তার

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৯:২০ পিএম
গাবতলীতে ছাত্রলীগনেতা গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ ছাত্র লীগের সাবেক সদস্য ও গাবতলী পাইলট স্কুলের সহকারী শিক্ষক  রুবেল ইসলাম (৩৫) কে মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

জানাগেছে, গাবতলী উপজেলা মহিলা দলের সভাপতি, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি বাদী হয়ে থানায়, বাড়িতে ককটেল নিক্ষেপ সহ হামলার ঘটনা মামলায় রুবেল ইসলামকে আসামি করা হয়।  মামলা থাকার সর্তেও জামিন না নিয়ে রুবেল থানার গেট সংলগ্ন পাইলট স্কুলে নিয়মিত আাসা যাওয়া ও প্রকাশ্যে ঘোড়াফেরা করতো। রুবেল ইসলাম, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পাকুরতলী গ্রামের মোহাম্মদ আফতাব মন্ডলের ছেলে। সুরাইয়া জেরিন রনি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর  গাবতলী মডেল থানায় ১০ নং একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত কর্মকর্তা এস আই শরিফুল ইসলাম  বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় বগুড়া শহরের নাটাইপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। ওসি আশিক ইকবাল রুবেল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে