ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৫:৪৯ পিএম
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে  আরএমপির গণবিজ্ঞপ্তি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপিত হবে। দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ( ২৭ মার্চ) আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (ঢ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৮ মার্চ ২০২৫ খ্রি. সন্ধ্যা ৬ টা থেকে ৫ এপ্রিল ২০২৫ খ্রি. পর্যন্ত সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়াও একই আইনের ২৯ এর (১) (ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে