ঈদের আগে 'বিশেষ অভিযান', দোকানিদের অভিযোগ ও জরিমানা

এফএনএস (সিলেট): : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৫:১১ পিএম
ঈদের আগে 'বিশেষ অভিযান', দোকানিদের অভিযোগ ও জরিমানা

ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে সিলেটের জনপ্রিয় মার্কেট আল-হামরা শপিং সিটি। দোকানিরা ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত, হঠাৎ করেই সেখানে হাজির হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল। লক্ষ্য একটাইÑঅনুমোদনহীন ও নিষিদ্ধ প্রসাধনী চিহ্নিত করা এবং ব্যবস্থা নেওয়া।

মঙ্গলবারের অভিযানে তিনটি দোকানে পাওয়া যায় ভারত, ফ্রান্স, চায়না ও জাপানের কিছু পণ্য, যেগুলো হয় নিষিদ্ধ, নকল, বা মেয়াদোত্তীর্ণ। ফলাফলÑ৩০ হাজার টাকা জরিমানা! অভিযান চালান অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. এরশাদ আলী। তার দাবি, ‘ঈদের আগেই কেন এই অভিযান? আমাদের অনেক পণ্য বিদেশ থেকে আসে, সবসময় বিএসটিআই অনুমোদন পাওয়া সম্ভব হয় না। অথচ বারবার আমাদের হয়রানি করা হয়।’

সমিতির সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সাহেল বললেন, ‘রমজান এলেই এই অভিযান চলে। একই দোকানে দু-তিনবারও হয়! বিদেশি পণ্য কাস্টমারের চাহিদায় আনা হয়, কিন্তু তারপরও ভোগান্তিতে পড়তে হয়।’

শপিং সিটিতে শতাধিক দোকান থাকলেও মাত্র তিনটি দোকানে অভিযান চালিয়ে দ্রুতই স্থান ত্যাগ করেন কর্মকর্তারা। কারণ? ব্যবসায়ীদের বিরূপ প্রতিক্রিয়া আঁচ করতে পেরে তারা অভিযান গুটিয়ে নেন!

এই অভিযান কি শুধুই নিয়ম রক্ষার জন্য, নাকি ব্যবসায়ীদের জন্য অঘোষিত চাপ? অনুমোদনহীন প্রসাধনী কি সত্যিই বাজার থেকে নির্মূল হবে, নাকি ঈদ পরবর্তী সময়ে সব আবার আগের মতো চলবে? উত্তর হয়তো জানা নেই, কিন্তু প্রশ্নগুলো থেকেই গেল!

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে