ঈদের ছুটি শেষে বইয়ের পাতায় ফেরার চেষ্টা করছেন ভাবনা

এফএনএস বিনোদন : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৫:২১ পিএম : | আপডেট: ৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ পিএম
ঈদের ছুটি শেষে বইয়ের পাতায় ফেরার চেষ্টা করছেন ভাবনা

পরিবারকেন্দ্রিক জীবনযাপনে বিশ্বাসী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দার জনপ্রিয় এই মুখ প্রতিবারের মতো এবারের ঈদেও কাটিয়েছেন আপনজনদের সঙ্গে প্রাণবন্ত কিছু মুহূর্ত। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকা ভাবনা এবার ঈদের ছুটির শেষলগ্নেই জানিয়ে দিলেন—মনে-প্রাণে ফিরতে চান পড়াশোনার জগতে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে ভাবনা লিখেছেন,

“ঈদের ছুটি শেষ হলো। অনেকদিন পড়াশোনার সাথে যোগাযোগ নেই, আজ থেকে মনোনিবেশের চেষ্টা।”

ভাবনার এই খোলামেলা বার্তায় উঠে এসেছে পড়াশোনাকে ঘিরে তার দায়বদ্ধতা এবং আত্মঅনুসন্ধানের মনোভাব। একজন শিল্পী হিসেবে অভিনয়ই তার প্রথম পরিচয় হলেও, মেধা ও শিক্ষার বিকাশেও তিনি সচেতন।

শোবিজে ভাবনার যাত্রা শুরু হয় ‘নট আউট’ নাটকের মধ্য দিয়ে। এর পর ধীরে ধীরে নাটকে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। অভিনয়ের মুন্সিয়ানায় দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছেন বারবার। মঞ্চ, টেলিভিশন ও সিনেমা—তিন মাধ্যমেই তার সরব উপস্থিতি দেখা গেছে।

তার সিনেমা জার্নির সূচনা হয় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্র দিয়ে। এই সিনেমায় ভাবনার অভিনয় বিশেষভাবে আলোচিত হয়।

শুধু অভিনয়েই নয়, শিক্ষার দিক থেকেও সমান গুরুত্ব দিয়ে চলেছেন তিনি। ২০২২ সালে যুক্তরাজ্যের রেক্সহ্যাম গ্লিন্ডার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এই অর্জন তার বহুমাত্রিক পরিচয়ের অন্যতম অংশ।

ঈদের উৎসব শেষ হলেও ভাবনার জীবনে যেন শুরু হয়েছে নতুন এক অধ্যায়—পুনরায় পড়াশোনায় মনোযোগী হওয়ার অঙ্গীকার। অনেকেই যেখানে অভিনয় জগতে ব্যস্ততার অজুহাতে শিক্ষাজীবন উপেক্ষা করেন, সেখানে ভাবনা যেন উদাহরণ হয়ে উঠেছেন অন্যদের জন্য।

তরুণ প্রজন্মের অনেক ভক্ত তার এই সচেতনতা ও অগ্রগতিমুখী মনোভাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে পোস্টটি ইতোমধ্যে সাড়া ফেলেছে, অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন আগামীর পথচলার জন্য।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে