প্রেসক্লাব রাজারহাট এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ সাতাশে রমজান উপলক্ষে প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। প্রেসক্লাব সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মো.আমিনুল ইসলাম ও এম আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য লুৎফর রহমান আঁশু, এস এ লিমন, মোস্তফা কামাল ও মশিউর রহমান প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সাইফুল ইসলাম।