তারাপুর স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট খেলা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ১২:০৩ পিএম
তারাপুর স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট খেলা

দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ১এপ্রিল মঙ্গলবার দিনব্যাপি তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, তারাপুর যুবসমাজ কাহারোলের আয়োজনে শহীদ জিয়া ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তারগাঁও ইউনিয়ন বি,এন,পি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী। প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। আমন্ত্রিত অতিথী ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বিরল-বোচাগঞ্জ বি,এন,পি’র মনোনয়ন প্রত্যাশি মোঃ মাহবুব আলম । বিশেষ অতিথী ছিলেন, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ কায়েদে আজম। তারগাঁও ইউনিয়ন বি,এন,পি’র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জিল্লুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ সেলিম রেজা, সদস্য তারগাঁও ইউপি ছাত্রদল। খেলাশেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথী জাহিদ একাদশের হাতে পুরষ্কার তুলে দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে