কচুয়ায় পেশাজীবী ও সুধীজনদের সন্মানে মাহে রমজানের তাৎপর্য ও যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পরিষদ চত্বরে জেবি গ্রুপে'র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেবি গ্রুপের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক সরদার জাহিদ।
এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত সচিব মোঃ মশিউর রহমান, সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম,বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম।
এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ,বাগেরহাট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাছের আলাপ,বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোজাফর আলী,বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম,বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না,কচুয়া উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন, শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার সুমন,কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির,কচুয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম,যুবনেতা শেখ সুজন,কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান মুক্তা সহ সাংবাদিক,রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ।