বাগরেহাটের চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬মার্চ) দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে পুস্পার্ঘ্যঅর্পন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তি যোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ সমিতি,চিতলমারী প্রেসক্লাব, চিতলমারী পূজা উদযাপন ফ্রন্ট, চিতলমারী হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টসহ আরও অনেক প্রতিষ্ঠান পুস্পার্ঘ্যঅর্পন করে ।
সকাল ৮-৩০ মিনিটে চিতলমারী উপজলো প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও চুজকাওয়াজ প্রদর্শনের অভিবাধন গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল ও থানার অফিসার ইন চার্জ এসএম শাহাদাৎ হোসেন।
সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণদের সংবর্ধনা প্রদানের মধ্যে দিয়ে এক আলোচনা সভা হয়। সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন,থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবুর রহমান, বীর মুক্তি যোদ্ধা শেখ আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অনেকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, উপজেলা জামায়াত, বিএনপি ও প্রেসক্লাবের সাংবাদিকগণ।
অপর দিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপি ও তার সহযোগি সংগঠন এক বর্নাঢ্য র্যালি ও পথ সভার আয়োজন করেছে। র্যালি পরবত্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুসহ নেতৃবৃন্দ।