শৈলকুপায় বিএনপি নেতা নজরুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৫:০৪ পিএম
শৈলকুপায় বিএনপি নেতা নজরুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ সাবেক সেনা সদস্য বিল্লাল হোসেন শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে  অভিযোগ করেন যে, গত ২৪ মার্চ সন্ধ্যায় তার ছেলে রাকিবুলকে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের  নির্দেশে একদল সন্ত্রাসী ধরে মারধর করে। বর্তমানে তার ছেলে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে ২৬ মার্চ  সকালে স্থানীয় শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে নজরুল ইসলাম পাল্টা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, "আমি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না, আমাকে ফাঁসানো হয়েছে।"

এ বিষয়ে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, নজরুল ইসলাম এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না বলে তিনি দাবি করেছেন। তিনি আরও বলেন, তদন্ত করে দেখা হবে প্রকৃত দোষী কে। যদি নজরুল ইসলাম দোষী সাব্যস্ত হন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে সেনা সদস্য বিল্লাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি নজরুল ইসলামকে দলীয়ভাবে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে