কমলগঞ্জে মুণ্ডা, ওঁরাও, খাঁড়িয়া ক্ষুদ্র নৃ জাতীগোষ্ঠীর ঐতিহ্যবাহী " বাহা উৎসব " শুক্রবার(১৪ মার্চ) বিকালে কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে উপজেলার মৃর্ত্তিঙ্গা চা বাগানের দূর্গাবাড়ি মণ্ডপে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্টিত হয়।
মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক( অতি; দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় " বাহা উৎসবের " আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, বিশেষ অতিথি ছিলেন ,শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক, স্থানীয় ফরেস্ট অফিসার জুলফিকার আলী, ইউপি সদস্য ধনা বাউরী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, মুণ্ডা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন মুণ্ডা, ওঁরাও ভাষা সংস্কৃতিক রক্ষা কমিটি সভাপতি পূরণ ওঁরাও প্রমুখ ।