বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন মাধবপুর-চুনারুঘাট এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই আমার জীবনের একমাত্র লক্ষ্য। ছাত্রজীবন থেকে স্বপ্ন দেখতাম এলাকার জন্য কিছু করার। মহান রাব্বুল আলামিন আমার সে চাওয়া এবং স্বপ্ন পূরন করেছে। এলাকায় শিল্প প্রতিষ্টান গড়ে তুলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। সরকারি কোন দায়িত্বে না থেকেও মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং মানুষের ভালবাসায় এলাকায় শত শত কোটি টাকার রাস্তা, ব্রীজ, কালভাটসহ নানাবিধ উন্নয়ন মূলক কাজ করিয়েছি। স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্টা করে শিক্ষার বিস্তার ঘটিয়েছি। প্রতি বছর সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী, শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ সমাজ উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি রোববার সকালে মাধবপুর, চুনারুঘাট, নাসিরনগর ও শাল্লার একাংশে ২০ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে প্রতি বছরের ন্যায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নের জনসাধারনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে সায়হাম কটন মিলের এম.ডি আলহাজ্ব সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন মাধবপুর-চুনারুঘাটের জন্যসাধারন আমাদের পরিবারের সদস্যের মতো। পবিত্র রমজান মাসে আমি ভাল রান্না করে খাব আর আমার পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে তা হবে পারে না। তাই আমার পরিবারের সদস্যদের সুখ-দুঃখ ভাগা-ভাগি করে নেয়ার জন্য সামান্য ইফতার সামগ্রী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শত বছর আগে আমার দাদা ও বাবা-চাচারা যে ভালবাসার বন্ধন সৃষ্টি করেছিল তা আজ বটবৃক্ষের মতো প্রসার লাভ করেছে। বিগত ফ্যাসিষ্ট সরকার আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে কিন্তু ধবংস করতে পারিনি কারন আপনাদের ভালবাসা আর মহান রাব্বুল আলামিনের দয়া ছিল।
মাধবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-সায়হাম গ্রুপ শুরু ব্যবসা করার জন্য প্রতিষ্টা করা হয় নাই। এ গ্রুপের মাধ্যমে বিনামূলে চক্ষু শিবির, শীত বস্ত্র বিতরণ, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্টান গড়ে তোলাসহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সিনিয়র সহসভাপতি মোঃ অলিউল্লাহ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক হামিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদ মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা এড.ইয়াকুব খাঁন, বজলুর রহমান ভ’ইয়া, আমজাদ আলী শাহীন, আবেদুর রহমান, ফজলুর রহমান, সাংবাদিক হামিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর আহবায়ক আলমগীর কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।