প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুরের কাপাসিয়া ঘিঘাটে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ওই ঘাটে ব্যাপক সমাগম হয়। শনিবার ভোর থেকে শুরু হয়ে অষ্টমী তিথি বিকেল পর্যন্ত বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অষ্টমী স্নানে গাজীপুর ছাড়াও আশপাশের জেলা নরসিংদী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন উপজেলা ও গ্রামের পূর্ণাথীরা শীতলক্ষ্যা, বানার ও ব্রহ্মপুত্র নদের মোহনায় স্নান সম্পন্ন করেন। বেলা বাড়ার সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের ব্যাপক সমাগম ঘটে। এতে এক অনন্য মেলায় পরিণত হয়।
নর-নারী পূর্ণাথীরা দীর্ঘ অপেক্ষা শেষে স্নান করেন। স্নান অনুষ্ঠান উপলক্ষে স্নান উৎসব উদযাপন কমিটির উদ্যোগে গীতা পাঠ, লীলা সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় গানের আয়োজন করে। রাতে শত শত ভক্তরা অনুষ্ঠান উপভোগ করেন।
আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া স্বেচ্ছাসেবকরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্নান উপলক্ষে আয়োজিত বিশাল মেলায় তৈরি পোশাক, জিলাপি, দই, মিষ্টি সহ নানা রকম খাবার, পিঠা পুলি ও পণ্য বিক্রয় হয়। এ আয়োজন মেলার সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ হয়।
এ বছর স্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
স্নান উদযাপন কমিটির সভাপতি বাবু রবীন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং কমিটির উপদেষ্টা বাবু ঠাকুরদাস বর্মনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসীন আলম রিটন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তৌহিদুজ্জামান তপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা প্রমুখ।