বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শনিবার (১৪রমজান) অনুষ্ঠিত হয়েছে। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ প্রাঙ্গনে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর সহোদর সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তার নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আমরা ইফতার মাহফিল করছি। তিনি সুষ্ঠু ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংষ্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।