আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (০৭ এপ্রিল) রাত ১২টা ১০মিনিটে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী-কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়ি হতে গাঁজা, ইয়াবা, বাংলা মদ, যৌন উত্তেজক ঔষধ, দেশীয় অস্ত্র, গাঁজা পরিমাপের মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার ৯৫ টাকা উদ্ধার করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে দিঘলিয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইল ও অন্যান্য মালামালসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।