বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে মাইশা প্লাজা নামে পঞ্চম তলা বিশিষ্ট একটি ভবনে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে কয়েকটি ব্যাংক, বীমা, সুস্বাস্থ্য ও পরিচর্জা ক্লিনিক, দোকান এবং শো-রুম রয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে এই অগ্নি কান্ডের সময় সেনাবাহিনী- পুলিশ এবং ফায়ার ব্রিগেড কর্মীরা ভবন থেকে মধ্যে বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া আহত অবস্থায় ৩৫ থেকে ৪০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। দুপুর ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, চিতলমারী উপজেলার প্রাণ কেন্দ্র্র প্রধান সড়কের পাশে ব্যাংক পাড়া খ্যাত মাইশা প্লাজা। পঞ্চম তলা বিশিষ্ট এই প্লাজায় বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া,আইএফআইসি ব্যাংক, বীমা কোম্পানি, সুস্বাস্থ্য ও পরিচর্জা ক্লিনিক, দোকান-শোরুম রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা প্লাজা থেকে ধোঁয়া উড়তে দেখতে পান। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে।
চিতলমারী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, ‘মাইশা প্লাজা নামে পঞ্চম তলা বিশিষ্ট ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে কয়েকটি ব্যাংক, বীমা, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং দোকান-শোরুম রয়েছে । ভবনের বিভিন্ন তলায় থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েন। ভবন থেকে, মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারী সুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকের স্টাফ ছিলেন।’
খুলনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ. মতিয়ার রহমান এবং
বাগেরহাট ফায়ার ব্রিগেডও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাবুদ্দিন পৃথক ভাবে বলেন, , ‘খবর পেয়ে বাগেরহাট, খুলনা, চিতলমারী, মোল্লাহাট এবং টুঙ্গিপাড়ার ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে, বেলা ১২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা ভবনের মধ্যে তল্লাশি চালাচ্ছে।
’ঘটনাস্থল পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামকামরুল হাসান বলেন, ‘আগুনে বাণিজ্যিক ওই ভবনে থাকা স-ুস্বাস্থ্য ও পরিচর্যা ক্লিনিকে কর্মরত এক নারীর মৃত্যু হয়েছে। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া ২১ জনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পঞ্চম তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় কয়েকটি ব্যাংকের শাখা রয়েছে। তবে আগুনে ওই সব ব্যাংকের কোনো ক্ষতি হয়নি। ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীদের সহযোগিতায় দ্রুত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
এদিকে চিতলমারীর ইউএনও তাপস পাল আগুন নেভানোর কাজে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে দেখা যায় তিনি বলেন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। খবর পেয়ে খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাটের ডিসি মহোদয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে আসেন। প্রায় ৫ ঘন্টার প্রচেষ্টায় ভবনের আগুন পুরোপুরি নেভে। হাসপাতালে ভর্তিকৃতদের চিকিৎসা তত্বাবধায়ন করা হচ্ছে। আগুন লাগার সূত্র তদন্তে বেরিয়ে আসবে। তবে নিচতলা হতে আগুনের সূত্রপাত বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মোঃ. মুক্তি বিশ্বাস জানান, আগুনের ঘটনায় আহত ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে পারিজাত (৮) নামক এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে এক নারী মারা গেছে। ঘটনাস্থলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাড,ওহিদুজ্জামান দিপু তৎসঙ্গীয় উপজেলা বিএনপির আহবায়ক, মমিনিুল হক টুলু, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানও বিএনপি নেত্রী রুনা গাজী, বিভাগীয় জামায়ত নেতা মোঃ মশিউর রহমান খান ও উপজেলা জামায়ত নেতা মাও: মনিরুজ্জামান পরিদর্শন করেন এবং পৃথক ভাবে সাংবাদিকদের ব্রিফ করেন।