ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। বিদ্যালয়গুলোতে কোন ক্লাস হয়নি। গাজায় নিহত মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করেই ছুটি দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। গতকাল সোমবার বাদ আছর ভেড়ামারা বাসষ্টান্ড থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে রাজপথে নামে সহস্রাধিক মুসলামান। তাদের হাতে ফি গাজা, ফি প্যালেষ্টাইন, ষ্টপ হত্যাকান্ড, ইসরাইলী পন্য বযকটের ডাক সহ নানা ধরনের প্লাকার্ড শোভা পাচ্ছিল। এ সময় ইসরাইল কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে সকল ধরনে পন্য বয়কটের আহবান জানানো হয়। বলা হয়, নিত্য ব্যবহার্য্য সকল পন্য’র বাজরই দখল করে রেখেছে ইসরাইল। আমাদের কষ্ট হলেও সেই সকল পন্য বয়কট করা এখন সময়ের দাবী হয়ে পড়েছে। মিছিলে অংশনেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ামারা শাখার আহবায়ক সাজ্জাদ হোসেন, ডাঃ আলী হোসেন, হাফেজ আনোয়ার হোসেন সহ সহস্রাধিক ধর্মপ্রান মসুলমান।