সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রার নোটসহ আবু হাসান রাজু (৩২) নামে এক যুবক আটক হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে কালিগঞ্জের পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চরযমুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।
পাউখালী সেনা ক্যাম্প সূত্র জানান, আবু হাসান একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি আভিযানিক মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আবু হাসান রাজুকে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন নোট উদ্ধার করা হয়।
বুধবার (২৫মার্চ) জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ আবু হাসান রাজুকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।