যথাযোগ্য মর্যাদা ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে নড়াইলের কালিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় কালিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সভাপতি শেখ সেলিম হোসেন, জামায়াতে ইসলাম বাংলাদেশ এর কালিয়া পৌর আমির মাওঃ নওশের আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান মিয়া, সহকারী প্রোগ্রামার প্রস্ফূট মন্ডল, প্রমুখ। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের মুখে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়। সকাল ১০টায় হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোসাদ্দেক শাহরিয়ার বাবু। এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ বাবু খাঁন। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশ চন্দ্র হাজরা, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ মো. আলতাপ উদ্দিন আনসারী, সহকারী অধ্যাপক মো. আতিয়ার রহমান, প্রমুখ। আলোচনা শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আলহাজ্ব মাও: মো. মাহমুদুল হক আবু জাফর।