কাহারোলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০৪ পিএম
কাহারোলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

দিনাজপুরের কাহারোল উপজেলায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে জাতীয় সঙ্গীত ও “এসো হে বৈশাখ” সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ, শোভাযাত্রা কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীবৃন্দ আনসার সদস্যসহ প্রাচীন ঐতিহ্য গরুর গাড়ি সহ ঢাক-ঢোল বাজিয়ে বিভিন্ন ঐতিহ্য বহর নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন হল রুমে এক পান্তা ভোজের আয়োজন করা হয়। 

সোমবার বিকেল ৪টায় উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, মহিলা ডিগ্রী অধ্যক্ষ মোছা: আঞ্জুমান আরা, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহম্মেদ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে