কয়রায় ভোক্তা অধিকার আইনে ডেইরি মালিককে জরিমানা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৫:৩৬ পিএম
কয়রায় ভোক্তা অধিকার আইনে ডেইরি মালিককে জরিমানা

খুলনার কয়রা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় এক ডেইরি মালিককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস সোমবার (২৪ মার্চ ) দুপুর ১টায় কয়রা উপজেলায় উত্তর বেদকাশী কাছারিবাড়ি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় অনিল অধিকারী নামের এক ডেইরি মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অনিল অধিকারীর উপজেলার উত্তরকাশী গ্রামের  শশীভূষণ অধিকারীর ছেলে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে