খুলনার নগরীর আলো সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৪:৩৪ পিএম
খুলনার নগরীর আলো সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড

খুলনার মহানগরীতে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৬টায় নগরীর শহীদ হাদিস পার্কের পাশে আলো সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কাজী সারোয়ারের শেরাটন টেইলার্স এর কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

জানা যায়, ভোরে অগ্নিকাণ্ডের বিষয়টি মান্নান চটপটির গলির দারোয়ান জানতে পেরে ট্রাফিক পুলিশ সার্জেন্টের সহযোগিতায় টুটপাড়া ফায়ার সার্ভিসের ইউনিটকে অবহিত করলে মুহুর্তের মধ্যে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের ভিতরে থাকা ৫ টি পাওয়ার মেশিন, ৪ টি আয়রন ও ঈদের তৈরি করা প্রায় দেড়'শ পিস পোশাক সহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আয়রনে বিদ্যুৎ সংযোগ রেখে দোকানের কর্মচারী দোকান বন্দ করে চলে যাওয়ার কারনে আগুনের সুত্রপাত ঘটতে পারে। 

তবে আগুনের লেভেলটি খুব খারাপ ছিলো। দোকানের ভিতরের আগুনটি বের হতে পারলে ভয়াবহ ক্ষতি হতো।

ভুক্তভোগী শেরাটন টেইলার্স এর স্বত্বাধিকারী কাজী সারোয়ার বলেন, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা আমি জানি না। তবে রাত সাড়ে ৩ টার দিকে দোকান বন্দ করে যাওয়ার পরে দোকানের ভিতর থেকে হয়তোবা আগুনের সুত্রপাত হয়।

দোকানের ভিতরে থাকা ৫টি পাওয়ার মেশিন, ৪ টি আয়রন ও ঈদের তৈরি করা প্রায় দেড়'শ পিস পোশাক সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। উল্লেখ্য এর আগে নগরীর পিকচার প্যালেস মোড়স্থ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে