রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মো. আব্দুর রহমান (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর পেড়াটোলা এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বনগ্রাম এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন অটোরিকশা থামানোর পর এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে রাজশাহীর খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।