লালপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ের মৃত্যু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০৩:১২ পিএম
লালপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ের মৃত্যু

স্বপরিবারে একসাথে ঈদ করা হলো না, সড়কে প্রাণ গেল বাবাসহ শিশু কন্যার। আহত অবস্থায় মা হাসপাতালে চিকিৎসাধীন। নাটোরের লালপুরে পাবনা-বনপাড়া মহাসড়কের লাভপুরের কদিমচিলান গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সামাইরা খাতুন। 

আহতদের মধ্যে রয়েছেন নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনি (২৬), প্রাইভেটকারের অজ্ঞাত পরিচয়ের চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত আয়শা আক্তার রুনি পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আহত চালককে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাবলা গাছে স্বজোরে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে