চাঁদপুরে ঈদ-উল-ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৫, ০৫:০৯ পিএম
চাঁদপুরে ঈদ-উল-ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর জেলার সর্বত্র পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় পৌরসভার ব্যবস্থাপনায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে। 

এসময় শহরের হাজার হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পৌর ঈদগাহে, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পুরান বাজার মধুসূদন হাই স্কুল ময়দানে ঈদের নামাজ আদায় করেন।সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অধিকাংশ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। 

পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠে স্থানীয় ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল ও বেগম জামে মসজিদ মাঠে ইমাম মুফতি মাহবুবুর রহমান ঈদ জামাত পরিচালনা করেন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্ম প্রাণ মুসল্লিরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে