মতলবে সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৫, ০৮:২৩ পিএম
মতলবে সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর রুনা আক্তার (২১) লাশ উদ্ধার। সোমবার (৩১মার্চ-২০২৫)উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের   দক্ষিণ ঠেটালীয়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। রুনা পরিবারের দাবী তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ঠেটালীয়া মরহুম সামছুল হক মোল্লার ছেলে মোঃ আব্দুল হাকিম মোল্লা (৩৮) বিগত ৫/৬ মাস পূর্বে ঠাকুর কান্দি ভুইয়া বাড়ির মোঃ রফিকুল ইসলাম ভূইয়ার এক মাত্র কন্যা রুনা আক্তার (২১) এর সাথে বিয়ে হয়। পবিত্র ঈদুল ফিতরের  নামাজ পরতে রুনার স্বামী  মোঃ আব্দুল হাকিম মোল্লা  সকাল সাড়ে আটটায়  ঈদগাহে নামাজ পরতে যায়। নামাজ  শেষ হলে হাকিম মোল্লা খবর পায় তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানে ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি দৌড়ে বাড়ি গিয়ে দেখতে পায় তার স্ত্রী  সিলিং ফ্যানে ঝুলে আছে। এ ঘটনা খবর ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ঢল নামে। কে বা কাহারা এ খবরটি ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানালে  মতলব উত্তর থানা পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল ও এসআই দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে  ঘটনাস্থলে হাজির হন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে  ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন। 

মৃতের ভাই মোঃ শরীফুল ইসলাম জানান, আমার বোন আত্মহত্যা করেনি আমার বোনকে পরিকল্পিত  ভাবে হত্যা করা হয়েছে। রুনার স্বামী হাকিম মোল্লা তার বোনকে মেরে ফেলে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। তিনি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। 

এদিকে মৃতের রুনার স্বামী হাকিম মোল্লা গাঢাকা দিয়েছে। তার গাঢাকা নিয়ে এলাকায় আলোচনায় এটি কি আত্মহত্যা না হত্যা।   

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক জানান,লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে  ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসলেই সঠিক কারন জানা যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে