চাঁদপুর পাচারকালে ট্রলার থেকে ৬ কেজি গাঁজা জব্দ করল কোস্টগার্ড

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২৫, ০৮:০৪ পিএম
চাঁদপুর পাচারকালে ট্রলার থেকে ৬ কেজি গাঁজা জব্দ করল কোস্টগার্ড

চাঁদপুরের মোহনায় যাত্রীবাহী ট্রলার হতে ৬ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ৩০ মার্চ ২০২৫ তারিখ বিকেল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর মোহনার মোলহেড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উক্ত এলাকা হতে একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ৬ কেজি মাদক (গাঁজা) জব্দ করা হয়। বস্তার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাওকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে