চট্টগ্রামে পুলিশের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল কর্মীর চাঁদাবাজির অভিযোগ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৪:১০ পিএম
চট্টগ্রামে পুলিশের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল কর্মীর চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রামে এবার  চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে এক ছাত্রদলকর্মীর বিরুদ্ধে। চাঁদা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন দিয়ে কথা বলার কিছু অডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। কখনও পুলিশের সোর্স, কখনও অভিযান দলে সদস্য দাবি করে ওই ছাত্রদলকর্মী এলাকার রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ওই ছাত্রদলকর্মীর নাম মো. জয়নাল আবেদীন (৩২)। তার বিরুদ্ধে অতীতেও চাঁদাবাজি, হুমকি-ধমকি ও মামলা তুলে নিতে জোর করার অভিযোগ রয়েছে থানায়। এর মধ্যে চট্টগ্রাম কর্ণফুলী থানায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তবে এসব মামলা মীমাংসা হলেও, তিনি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসেননি। অভিযুক্ত ছাত্রদলকর্মী কলের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি দুষ্টুমি করে টাকা চেয়েছেন। এ ধরনের ভুল আর হবে না।

ভাইরাল হওয়া একটি ৩ মিনিট ৩৯ সেকেন্ডের অডিও রেকর্ডে শোনা যায়, জয়নাল স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর উদ্দিনের সঙ্গে কথোপকথনে পুলিশের নাম ভাঙিয়ে ভয় দেখাচ্ছে এবং এক লাখ টাকা চাইছেন। জয়নাল বলেন, ‘গতকাল রাতে দুই গাড়ি পুলিশ এসেছিল। আমি তাদের সাথে হেঁটে যাচ্ছিলাম দেখছো। পুলিশি খাতায় নাম  কাটানোর জন্য ১ লাখ টাকা লাগবে। প্রয়োজনে আলী নামে আরেকজনের সাথেও কথা বলতে পারেন। এখানে ‘আলী’ হচ্ছেন মোহাম্মদ আলী, যিনি ইউনিয়ন যুবদল নেতা বলে জানা গেছে। আরেকটি ১ মিনিট ৬ সেকেন্ডের অডিওতে শোনা যায়, জয়নাল সাহাব উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ফোন করে জানান, ‘২৮ জনের নামে মামলা হয়েছে, তাতে তার নামও আছে। ২০ হাজার টাকা দিলে নাম কেটে দেওয়া হবে।’ স্থানীয়  এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়নাল এবং তার সহযোগীরা নিয়মিত পুলিশের সোর্স কিংবা পুলিশের ‘কাছের লোক’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তারা কখনও পুলিশের নাম ভাঙিয়ে, কখনও আবার পুলিশের অভিযান দলের সদস্য হিসেবে পরিচয় দেয়।

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল গফুর ও জুলধা ডাঙারচর নৌ তদন্ত কেন্দ্রের এসআই কেএম নাজিবুল ইসলাম তানভীর জানান, এই বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন অফিসারদের অবহিত করেছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে