চাঁদপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৫, ০৫:৫৯ পিএম
চাঁদপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের চাঁদপুরের শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। 

সোমবার ঈদের দিন (৩১ মার্চ ২০২৫) বিকেলে তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার শহীদ পরিবারদের বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এর পাশাপাশি তিনি পরিবারগুলোর মাঝে ঈদের উপহার সমগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন। 

এইসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের যুদ্ধের স্পৃহা শহীদ পরিবার। আমরা শহীদ পরিবারের রক্তের শপথ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আওয়ামীলীগ ও দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোন আপোষ করবেনা। যারাই আপোষ করতে আসবে তাঁদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে